দিল্লিতে একদিনে করোনায় আক্রান্ত ৩৫৬

ভারতের রাজধানী দিল্লিতে সোমবার একদিনেই রেকর্ড সংখ্যক ৩৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৫১০।

সোমবার করোনা আক্রান্ত হয়ে দিল্লিতে আরও চার জনের মৃত্যু হয়েছে। সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮।

দিল্লিতে করোনার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত জোন বা এলাকার সংখ্যা বাড়িয়ে ৪৭টি করা হয়েছে। নতুন এলাকার মধ্যে যোগ হয়েছে সন্ত নগর ও বুরারি। সন্দেহভাজন আক্রান্তদের চিহ্নিত করতে প্রতিটি বাড়িতে পাঁচ সদস্যের করে একটি টাস্কফোর্স পাঠানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

করোনা মোকাবিলায় ১৪ হাজার ‘পায়ে হাঁটা যোদ্ধা ও নজরদারি ফোর্স’ কাজ করবে বলে জানিয়েছেন দিল্লির রাজ্য সরকারের একজন কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত ১০ হাজার ৪৫৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৫৮ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *