‘বিতর্কিত’ নাগরিকত্ব আইন ইস্যুতে উত্তাল গোটা ভারত। এ আইনের বিরুদ্ধে বিক্ষোভ করছেন দেশটির মানুষ। বিক্ষোভে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
এ আইন নিয়ে সমালোচনার মুখে রয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরইমধ্যে মোদীর ওপর হামলা হতে পারে বলে সতর্কতা প্রকাশ করেছে দেশটির গোয়েন্দা সংস্থা।
শুক্রবার (২০ ডিসেম্বর) এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রোববার (২১ ডিসেম্বর) দিল্লিতে অনুষ্ঠেয় সমাবেশে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। ওই সমাবেশে তার ওপর সন্ত্রাসীরা হামলা চালাতে পারে বলে গোয়েন্দা সতর্কতায় বলা হয়েছে। এ নিয়ে গোয়েন্দারা ইতোমধ্যে পুলিশকে সতর্ক করেছে।