কর্নাটকের এক সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের উদ্দেশে বলেছিলেন, ‘আন্দোলন করতে হলে পাকিস্তানের কার্যকলাপের বিরুদ্ধে করুন।’
শুক্রবার শিলিগুড়িতে মোদী সেই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আপনি প্রধানমন্ত্রী। আপনার চেয়ারকে সম্মান করি। কিন্তু আপনি কথায় কথায় পাকিস্তানের নাম করেন কেন? আপনি পাকিস্তানকে মহিমান্বিত করেন কেন! আপনি কি পাকিস্তানের রাষ্ট্রদূত?’
হিন্দুস্তানের সঙ্গে পাকিস্তানের তুলনা হয় না মন্তব্য করে তিনি বলেন, আমরা হিন্দুস্তানের কথা শুনতে চাই। পাকিস্তানকে আমরা চাই না।
মমতা বলেন, ‘এনআরসি, সিএএ এবং এনপিআর নিয়ে বিজেপি সরকার যা করছে, তা পুরোটাই চক্রান্ত। এর বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করব। এটা আমাদের আর একটি স্বাধীনতার লড়াই।