যোগাযোগ বিচ্ছিন্ন গাজায় ইসরায়েলের তীব্র হামলা

যোগাযোগ বিচ্ছিন্ন গাজায় ইসরায়েলের তীব্র হামলা
ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় বিধ্বস্ত শহরে পরিণত হয়েছে গাজা উপত্যকা
ইসরায়েলের অস্বাভাবিক ও অনবরত বোমা হামলায় বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। আর যোগাযোগ বিচ্ছিন্ন গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী।

গতকাল শুক্রবার (২৭ অক্টোবর) রাতে হঠাৎ করে গাজায় বিমান হামলার তীব্রতা বাড়িয়ে দেয় ইসরায়েল। ওই সময় গাজার অভ্যন্তরে প্রবেশ করে ইসরায়েলি সেনারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় এদিনও ইসরায়েলের টানা হামলা চলছিল। ইসরায়েলিদের সামরিক হেলিকপ্টার ও বিমান গাজার আকাশে ঘুরপাক খাচ্ছিল।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার রাতে গাজায় যে হামলা হয়েছে সেগুলো বেশ তীব্র এবং অব্যাহত ছিল। এর আগে কখনো তারা এ ধরনের হামলা দেখেননি।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও সংবাদমাধ্যমগুলো হুঁশিয়ারি দিয়েছে, গাজাকে বহিঃবিশ্ব থেকে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। আর পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে হয়ে যাওয়ায় গাজায় ইসরায়েলি বাহিনী যে যুদ্ধাপরাধ সংঘটিত করবে সেগুলো প্রকাশ না পাওয়ার শঙ্কা থেকে যাবে।

গাজায় হামাস-ইসরায়েলি সেনাদের মধ্যে লড়াই চলছে
ফিলিস্তিনের রামাল্লাহ থেকে আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম শনিবার জানান, গাজায় কি ঘটছে সে ব্যাপারে তারা খুবই কম তথ্য জানতে পারছেন।

তিনি বলেছেন, ‘কোনো যোগাযোগ ব্যবস্থা, মোবাইল ফোন ও ইন্টারনেট ছাড়া গাজা অন্ধকারাচ্ছন্ন হওয়ার পর, পশ্চিমতীরসহ অন্যান্য জায়গার ফিলিস্তিনিরা মনে করছেন… গাজায় কি হচ্ছে সে বিষয়ে তাদের অন্ধকারে রাখা হয়েছে।’

ইসরায়েল সবধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় এখন গাজার মানুষ চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। এছাড়া অনেকে ভেঙে পড়েছেন। কারণ তারা তাদের প্রিয়জনের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *