হারাম শরিফ ও নববী ছাড়া সৌদি আরবের সব মসজিদে নামাজ স্থগিত

করোনা ভাইরাস মোকাবিলায় সৌদি আরবে মসজিদে হারাম ও মসজিদে নববী ছাড়া সব মসজিদে নামাজ স্থগিত করেছে দেশটি। এই প্রাণঘাতী ভাইরাসের বিস্তার ঠেকানোর অংশ হিসেবে সারাদেশের সব মসজিদের প্রধান জামাত ও শুক্রবারের জুমার নামাজ স্থগিত করে রিয়াদ। মঙ্গলবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা এসপিএ।

সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় সংস্থা দ্য কাউন্সিল অব সিনিয়র স্কলার্স ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে বৈঠকের পর মসজিদগুলোতে নামাজে স্থগিতাদেশের সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ।

মক্কাভিত্তিক মুসলিম ওয়ার্ল্ড লিগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল ইসা দেশটির সংবাদমাধ্যম আল আরাবিয়াকে জানিয়েছেন, ‘এই স্থগিতাদেশ ইসলামি শরিয়া, এর সাধারণ ও নির্দিষ্ট বিধি দ্বারা নির্ধারিত করণীয়-দায়িত্ব হিসেবে বিবেচিত হবে। প্রত্যেকেই জানেন, এই মহামারি ঠেকানোর অন্যতম পূর্বশর্ত হচ্ছে যেকোনও ধরনের জমায়েত রোধ করা।’

দেশটির ইসলাম ধর্মবিষয়ক মন্ত্রী আব্দুল্লাতিফ বিন আব্দুলআজিজ আল-শেখ আল আবারিয়াকে জানিয়েছেন, ‘মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে মসজিদগুলোতে নামাজে স্থগিতাদেশের সিদ্ধান্ত জারি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই ভাইরাস ছড়িয়ে পড়া রোধে সতর্কতার অংশ হিসেবে এসব পদক্ষেপ নিয়েছে সরকার। আশা করছি এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করতে ইমাম, ধর্মপ্রচারক ও মোয়াজ্জিনরা দায়িত্ব পালন করবেন।’

উল্লেখ্য, দেশটিতে এ পর্যন্ত ১৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *