নিরুত্তাপ হরতাল চট্টগ্রামে, যান চলাচল স্বাভাবিক

চট্টগ্রাম: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে মহানগর বিএনপির ডাকা হরতালের প্রভাব পড়েনি চট্টগ্রামে। প্রতিদিনের মত নগরে গণপরিবহণ চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সংকটে দূরের যান চলাচল বন্ধ রয়েছে।

রোববার (৫ নভেম্বর) নগরের বিভিন্ন ব্যস্ততম এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকে গণপরিবহন চলাচল করছে। দোকানপাট খুলতে শুরু করেছে।

তবে ব্যক্তিগত গাড়ি কিছুটা কম। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এদিন, বেলা ১১টা পর্যন্ত নগরের কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে বিএনপির নেতাকর্মীদের মিছিল-সমাবেশ করতে দেখা যায়নি।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান বাংলানিউজকে বলেন, গণপরিবহনের পাশাপাশি রাঙ্গামাটি ও খাগড়াছড়ির কিছু গাড়ি আমরা ছাড়ছি। তবে দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে। অবরোধেও আমরা গাড়ি চালাতে প্রস্তুত আছি, যদি আক্রান্ত গাড়ির ক্ষতিপূরণ সরকার দেয়।

হরতালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক। তিনি বাংলানিউজকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কমিশনার স্যার বিভিন্ন স্পট পরিদর্শন করছেন।

এর আগে গত সপ্তাহেও তিনদিনের অবরোধে চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন স্থানে বাস পুড়িয়েছিল বিএনপির নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *