করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে যখন লোকজনকে ঘরে থাকার আহ্বান জানিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করার কথা বলা হচ্ছে তখন কর্ণফুলী নদীতে ১৮ জাহাজ শ্রমিকের সঙ্গে নৌকা ভ্রমণে বের হয়েছিলেন ৮ যুবক।
তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মুখে বেশিদূর যেতে পারেননি তারা। মাঝ নদী থেকেই তাদের ফিরিয়ে এনে আর্থিক জরিমানার পাশাপাশি তাদের বহন করা ইঞ্জিন চালিত নৌকাটি জব্দ করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে অভিযান পরিচালনা করে জরিমানা ও নৌকা জব্দের এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসহান মুরাদ এতে নেতৃত্ব দেন।
ম্যাজিস্ট্রেট এসহান মুরাদ জানান, জাহাজের কিছু শ্রমিকের সঙ্গে গাদাগাদি করে প্রমোদ ভ্রমণে বের হয়েছিলেন ৮ যুবক। তাদেরকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, ওই নৌকায় গাদাগাদি করে এস এন শিপিং কোম্পানির ১৮ শ্রমিক লাইটার জাহাজে যাচ্ছিলেন। সামাজিক দূরত্ব না মানায় তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
‘ঘাট বন্ধ থাকার পরেও নৌকা চালানোর দায়ে ইঞ্জিন চালিত ওই নৌকার মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নৌকাটি জব্দ করা হয়েছে।’ যোগ করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের এ কর্মকর্তা।
অভিযানে সেনাবাহিনী, র্যাব এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অংশ নেন।