নগরের ডবলমুরিং থানাধীন ঈদগাহ এলাকায় একটি গোডাউন থেকে বিক্রয় নিষিদ্ধ ২১ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় সরকারি চালের দেড় হাজার খালি বস্তা পাওয়া যায় ওই গোডাউনে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে ঈদগাহ কাঁচা রাস্তার মাথা এলাকার বিসিক গোড়াউনে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
তবে গোডাউনটি পাহাড়তলী বাজারের ফারুক ট্রেডার্সের বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) শ্রীমা চাকমা। এ সময় ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জহির হোসেন সঙ্গে ছিলেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, ঈদগাহ এলাকার মুনমুন কমিউনিটি সেন্টারের পাশে ফারুক ট্রেডার্সের গোডাউন থেকে ২১ বস্তা বিক্রয় নিষিদ্ধ সরকারি চাল উদ্ধার করা হয়েছে। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৬৩০ কেজি চাল ছিল। এ সময় সরকারি চালের দেড় হাজার খালি বস্তা পাওয়া গেছে।