চট্টগামে গত ২৪ ঘন্টায় ৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
মঙ্গলবার (০৭ এপ্রিল) রাত ১০টায় তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) এখন পর্যন্ত ৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৮ জনের পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে। যার সবগুলো ফলাফল নেগেটিভ। বাকি ৫০ জনের পরীক্ষার ফলাফল আগামীকাল সকালে জানানো হবে।
সব মিলিয়ে এখন পর্যন্ত ২শ ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, এর আগে গত ৩ ও ৫ এপ্রিল চট্টগ্রামে একই পরিবারের দুইজন করোনা আক্রান্ত হয়। এরপর লকডাউন করা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা। এছাড়া ঢাকায় চট্টগ্রামের আরও একজনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে বলে জানান আইইডিসিআর।