সরকারি নির্দেশনা না মেনে খোলা রাখায় নগরের হালিশহরে সুপারশপ ‘স্বপ্ন’কে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৫ এপ্রিল) রাতে সুপারশপ স্বপ্নে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার।
ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার জানান, বিকেল ৫টার পর ওষুধের দোকান, হাসপাতাল, জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ছাড়া সব ধরণের বাজার, দোকান, সুপারশপ বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে।
তিনি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে মাইকিং করে স্বপ্ন কর্তৃপক্ষ ছাড়াও ওই এলাকার আশপাশের সবাইকে বিষয়টি নিয়ে আমরা সতর্ক করি। কিন্তু রাত পৌনে ৯টার দিকেও স্বপ্ন খোলা দেখে আমরা সেখানে যাই। লোকজনের প্রচুর ভিড় দেখি।
‘অভিযানে সরকারি নির্দেশ না মেনে কার্যক্রম চালু রাখায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ এবং ২৭০ ধারায় স্বপ্ন কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’