নগরের জামালখান এলাকার চট্টমেট্টো রেস্টুরেন্টে অভিযান চালিয়ে পচা-বাসি খাবার বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
রোববার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, জামালখান মোড়ের অভিজাত চট্টমেট্টো রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে আগের দিনের পচা ও বাসি খাবার বিক্রি করা হচ্ছিল। ফ্রিজ খুলে পাওয়া গেল বাটিতে করে আগের দিনের রান্না করা চিকেন ফ্রাই, চিকেন কারি, গরুর মাংস, নুডলস, মেয়াদোত্তীর্ণ বোরহানি ও দই।
অভিযানে রেস্টুরেন্টটিকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা ও ভবিষ্যতে এ ধরণের প্রতারণা থেকে বিরত থাকার ব্যাপারে সতর্ক করা হয়।