চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করছে নানা অনুষ্ঠান মালা।
বুধবার (১১ ডিসেম্বর) দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
বিকেল ৩টায় অনুষ্ঠান শুরু হয়ে রাত অবধি চলবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। এতে অংশ নেবেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে বুধবার সকাল ১১টায় নগরের আগ্রাবাদে কমিউনিটি ব্যাংকের চট্টগ্রাম শাখা উদ্বোধন করবেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
১৯৭৮ সালের ৩০ নভেম্বর ৩ হাজার ২৩৮ জন পুলিশ সদস্য ও ৬টি থানা নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বর্তমানে সিএমপিতে ১৬টি থানা ও প্রায় ৭ হাজার সদস্য রযেছে।
১৯৭৮ সালের ৩০ নভেম্বর সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন এমএম শরীফ আলী। ১৯৮০ সালের ২৭ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি।
সর্বশেষ সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পান মো. মাহাবুবর রহমান। ২০১৮ সালের ১২ জুন থেকে দায়িত্ব পালন করে আসছেন তিনি। এর আগে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।