বাদলের আসনে উপ নির্বাচনে মনোনয়ন ফরম কিনলেন ৯ জন

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ আংশিক) উপ নির্বাচনে আওয়ামী লীগের ৬ জন, বিএনপির ১ জন, জাতীয় পার্টির ১ জন ও বিএনএফ ১ জনহ বিভিন্ন দল থেকে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে এ তথ্য জানা যায়।

ফরম সংগ্রহকারীদের মধ্যে আওয়ামী লীগ থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন, নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক নোমন আল মাহমুদ, কোষাধ্যক্ষ ও সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, প্রয়াত সাংসদ মইন উদ্দীন খান বাদলের স্ত্রী সেলিনা বাদল ও এসএম কফিল উদ্দীন।

এছাড়াও বিএনপি থেকে মনোনয়ন ফরম কিনেছেন এরশাদ উল্লাহ, জাতীয় পার্টি থেকে মো. কামাল উদ্দীন ও বিএনএফ থেকে এসএম আবুল কালাম আজাদ।

উল্লেখ্য, সাংসদ মইন উদ্দীন খান বাদলের মুত্যর পর গত ১ ডিসেম্বর চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনের জন্য তফসিল ঘোষাণা করে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *