মানিলন্ডারিং মামলায় নির্বাচন কমিশনের দুই কর্মচারীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কর্মরত অফিস সহকারী ঋষিকেশ দাশ ও বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর নিরূপম কান্তি নাথ।
বিষয়টি নিশ্চিত করে দুদকের উপ-পরিচালক লুৎফল কবির চন্দন বলেন, অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬৯ লাখ ৭ হাজার টাকা অর্জন করায় নির্বাচন কমিশনের দুই কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারা এবং দণ্ডবিধি ১০৯ ধারার তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা করা হয়েছে।