সামাজিক দূরত্ব বজাই না রেখে অকারণে ঘোরাঘুরি এবং জরুরি সেবা ছাড়া অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার দায়ে চট্টগ্রামে ৫২ জনকে মামলায় ৯৯ হাজার ৩৬০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) চট্টগ্রাম জেলা প্রশাসনের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরজুড়ে অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করেন। সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অভিযানে অংশ নেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, অকারণে বাইরে ঘোরাঘুরি, জরুরি সেবা ছাড়া অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা, আড্ডাবাজি বসানো-সহ নানা অপরাধের দায়ে ৫২ জনকে ৯৯ হাজার ৩৬০ টাকা জরিমানা করা হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি নগরজুড়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসন, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।