করোনা আতঙ্কে চবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

করোনা ভাইরাস আতঙ্কে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চার বিভাগের শিক্ষার্থীরা। রবিবার (১৫ মার্চ) পৃথক পৃথক সময়ে এ ঘোষণা দেয় ইতিহাস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

রবিবার ওই বিভাগগুলোর একাধিক ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর) ও শিক্ষার্থীরা এ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া ক্লাস বন্ধ রাখতে নারাজ বিভাগীয় সভাপতিরা।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের সিআর মারজান আক্তার বলেন, ‘ক্লাস-পরীক্ষা বন্ধের দাবিতে আমরা লিখিত আবেদন নিয়ে চেয়ারম্যান স্যারের কাছে গিয়েছিলাম। স্যার বলেছেন বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিলে তবেই ক্লাস-পরীক্ষা বন্ধ রাখতে পারবেন। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, করোনা ভাইরাসের প্রকোপ না কমা পর্যন্ত আজ থেকে সকল ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করবো।’

এ বিষয়ে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি শহীদুল হক বলেন, ‘শিক্ষার্থীরা আবেদন নিয়ে এসেছিল আমার কাছে৷ কিন্তু আমি বলেছি, এ ধরনের সিদ্ধান্ত আমি নিতে পারি না৷ এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়।’

ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. আব্দুল আলীম বলেন, ‘আমি ছুটিতে ছিলাম, আজকে এসে জয়েন করেছি। এসে দেখি শিক্ষার্থীরা নেই। বর্জনের বিষয়টা তাদের কোর্স কো-অর্ডিনেটরকে জানিয়েছে। কিন্তু সরকারি সিদ্ধান্ত ছাড়া এটা সম্ভব নয়।’

ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক বকুল চন্দ্র চাকমা বলেন, ‘শিক্ষার্থীরা আমার কাছে এসেছিল। তারা করোনা নিয়ে আতঙ্কিত। তবে কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া তো বিভাগের কিছু করার নেই। আমরা অফিসিয়ালি বন্ধ করতে পারবো না।’

এ বিষয়ে কম্পিউটার সায়েন্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. হানিফ সিদ্দিকীর এবং বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘বিষয়টি আমরাও শুনেছি। তবে উপাচার্য রয়েছেন। তিনি আসলে এটি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *