আনোয়ারায় কাভার্ডভ্যান থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ২৫ লক্ষ ২০ হাজার টাকা।
রোববার (৫ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটায় উপজেলার পারকি বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বারশত ইউনিয়নের পারকি বাজার এলাকায় আনোয়ারা থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো ২০-১৭১৯) আটক করে।
পরে কাভার্ডভ্যান তল্লাশী চালিয়ে বিভিন্ন ব্যান্ডের ২৫২ বোতল মদ উদ্ধার করে। এসময়ে চালকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ, পালিয়ে যায় গডফাদার সিরাজুল হক (৪০)।
আটককৃত ব্যক্তিরা হলেন মো. ইসমাইল (৫৫) বায়জিত থানার রহিম মোল্লার বাড়ির রেজাউল হকের পুত্র , মো. সেকান্দর (৪৭) পশ্চিম মাদার বাড়ির নুরুল ইসলামের পুত্র।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদসহ তাদের আটক করা হয়। গাড়িটি জব্দ আছে। পলাতক আসামীকে আটক করার চেষ্টা চলছে।
আটককৃতদের বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।