চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে দুটি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটির চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। এ সময় অন্য ট্রাকটির চালক গুরুতর আহত হয়েছেন।
তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার(৪ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নাজিরহাটেরে নতুন রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ট্রাকচালক ভুজপুর থানার ঝিলতলী এলাকার মো. মোসলেম উদ্দিনের ছেলে মো. রুবেল (২৬) এবং তার সহকারী ও একই এলাকার আব্দুর রশীদের মো. আলমগীর (২৮)। এই ঘটনায় আহত হন অন্য ট্রাকের চালক নূর মিয়া।
নাজিরহাট হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, নাজিরহাট নতুন রাস্তার মাথা এলাকায় ডাম্প ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এরমধ্যে একটি খাগড়াছড়িমুখী ও অন্যটি চট্টগ্রাম শহরমুখী ছিল।
দুর্ঘটনায় খাগড়াছড়িমুখী ট্রাকের চালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে। অন্য ট্রাকটির চালক গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেছেন।
দুটি ট্রাকই জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।