চট্টগ্রাম: ফটিকছড়িতে পাহাড় কাটার অভিযোগ দীর্ঘদিনের। এর প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ টি এম কামরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হচ্ছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা হয়েছে ৩টি এক্সকেভেটর ও ১টি ড্রাম ট্রাক।
নারায়ণহাটের হাসনাবাদ সড়কে পাহাড়-টিলা কাটার দায়ে মামনি এগ্রো কোম্পানির কার্যালয় থেকে এসব এক্সকেভেটর মেশিন ও ড্রাম ট্রাক জব্দ করা হয়।
তবে এতে জড়িত কাউকে পাওয়া যায়নি। ১টি এক্সকেভেটর ও ড্রাম ট্রাক স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দিয়ে বাকি দুটি এক্সকেভেটর ফটিকছড়ি উপজেলা পরিষদ চত্ত্বরে নিয়ে আসা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে অভিযানে ভূজপুর থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি সহায়তা করেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম।