চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর লেলাং খালে বালু মহালে অভিযান চালিয়ে ১০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম।
তিনি বলেন, মেশিনের সাহায্যে প্লাস্টিক পাইপের মাধ্যমে অবৈধভাবে উত্তোলিত প্রায় ১০ হাজার ঘনফুট বালি পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। পরে বালু উত্তোলনে ব্যবহৃত প্লাস্টিকের পাইপসহ বেশকিছু সরঞ্জাম ধ্বংস করা হয়।
জব্দকৃত বালু তাৎক্ষণিক ও উম্মুক্ত নিলামে বিক্রি করে বিক্রিত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফটিকছড়ি থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।