ফটিকছড়িতে দুই বাড়ী লকডাউন

চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজারে করোনা আক্রান্ত ব্যবসায়ীর প্রতিষ্ঠানে কর্মরত দুই কর্মচারীর বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

শনিবার(১১এপ্রিল) ফটিকছড়ি উপজেলার পাইন্দং ও নানুপুর ইউনিয়নের দুটি বাড়িতে লাল পতাকা দিয়ে চিহ্নিত করে দেয় উপজেলা প্রশাসন।

আগামী ১৪দিন বাড়ি দু’টির কাউকেই বের না হতে বিধি নিষেধ আরোপ করা হয়েছে।  তারা হলেন- নানুপুর ইউনিয়নের মন্নান ডাক্তার বাড়ীর সিদ্দিক আহমদের ছেলে নুরুল ইসলাম ও অন্যজন পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া গ্রামের খালাছির বাড়ির আহমদ ছাফার ছেলে এরশাদ।

জানা গেছে, গত শুক্রবার (১০ এপ্রিল) চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজার এলাকার সাইফুদ্দিন মানিকের করোনা পজেটিভ পাওয়া যায়।  তার দোকানে চাকুরী করতেন নুরুল ইসলাম ও এরশাদ। তারা কয়েকদিন আগে চট্টগ্রাম শহর থেকে ফটিকছড়ি উপজেলার নিজ গ্রামে আসেন।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিন বলেন, নগরীতে করোনা আক্রান্ত ব্যবসায়ী সাইফুদ্দিন মানিকের প্রতিষ্ঠানের দুই কর্মচারীর দুটি বাড়ি লক ডাউন করা হয়েছে। বাড়ির সদস্যদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রামে করোনা আক্রান্ত ব্যবসায়ী সাইফুদ্দিন মানিকের গ্রামের বাড়ী ফটিকছড়ি উপজেলার পশ্চিম নানুপুর গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *