লক্ষাধিক ইয়াবা উদ্ধার মামলা: পলাতক যুবলীগ নেতা গ্রেফতার

এক লাখ ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার মামলার পলাতক আসামি ইকবাল আল ফারুককে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ ইসমাইল এ তথ্য নিশ্চিত করেছেন।

ইকবাল আল ফারুক কর্ণফুলী উপজেলার শিকলবাহা ই্উনিয়নের শিকলবাহা দ্বীপ কালারমোড়ল এলাকার মৃত আবদুর রহমানের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক।

ওসি মোহাম্মদ ইসমাইল বলেন, ‘ইয়াবার মামলায় জামিনে গিয়ে ফারুক পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওয়ারেন্ট অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়। এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

২০১৮ সালের ২৩ অক্টোবর পুলিশ কর্ণফুলী উপজেলার শিকলবাহা গ্রামের বাইট্টা গোষ্ঠী কবরস্থান এলাকা থেকে এক লাখ ১৫ হাজার পিস ইয়াবা জব্দ করে। পরে এ ঘটনায় ফারুককে প্রধান আসামি করে পুলিশ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় জামিনে বের হওয়ার পর ফারুক এতদিন পলাতক ছিলেন।

মামলার অপর আসামিরা হলেন- মো. মহসিন, হেলাল, ওসমান, মো. আব্দুস সালাম, মো. ইউসুফ ও মোহাম্মদ সেলিম।

উত্তর জেলা যুবলীগের সভাপতি সোলায়মান তালুকদার জানান, ‘ইকবাল আল ফারুক যুবলীগের সদস্য। তবে তার নামে যে মামলা আছে সেটা আমরা জানি না। অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *