অমিত কর্মকার, লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় সর্বত্র বিরাজ করছে প্রাণঘাতী করোনা ভাইরাস রোগ আতঙ্ক। কর্মহীন পেশাজীবি সাধারণ মানুষ মারাত্মকভাবে আর্থিক দূরাবস্থার সম্মুখীন। বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা এহেন দূরাবস্থায় আর্থিক জ্বালা-যন্ত্রনায় গৃহবন্দী হয়ে নীরবে ডুকরে ডুকরে কাঁদছে। এ করুণ পরিস্থিতিতে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। উপজেলার হাট-বাজার, মোটর ষ্টেশন ও বিভিন্ন বাণিজ্যিক স্থানে জনসমাগম ঠেকাতে তাঁরা সার্বক্ষণিক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এমনকি মিষ্টিমধুর ভাষা দিয়ে মানুষকে প্রয়োজনের বাহিরে বাড়ি থেকে বের না হওয়ার জন্য পরামর্শও দিচ্ছেন। কোন কোন ক্ষেত্রে পথচারীদের মাঝে তারা মাস্ক ও বিতরণ করছেন। নিজ জীবনের নিরাপত্তার কথা না ভেবে সরকারের আদেশ পালন করতে পেশাগত দায়িত্ববোধ মনে মানব সেবায় তারা সার্বক্ষণিক নিজকে নিয়োজিত রেখেছেন। স্থানীয় সচেতন মহল সেনা বাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা আগামীতে সেনা বাহিনী ও স্থানীয় প্রশাসনের আরো কঠোর ভূমিকা কামনা করেছেন।