সাতকানিয়ায় করোনায় ১ জনের মৃত্যু, বাড়ি লকডাউন

সাতকানিয়ায় করোনা সংক্রমন নিয়ে ৬৯ বছর বয়সী এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের বাড়িতে লকডাউনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে আল।

এর গত বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এ রোগী মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির সহকারী পরিচালক ডা. আফতাবুল ইসলাম।

ডা. আফতাবুল ইসলাম  বলেন, গত পরশু রাতে সাতকানিয়া থেকে একজন রোগী চমেক হাসপাতালে আনা হয়। যদিও রোগীটি হাসপাতালে আনার আগেই মৃত্যু বরণ করনে। পরে তার নমুনা সংগ্রহ করে গতকাল বিআইটিআইডিতে পাঠানো হয়। আজ রিপোর্টে করোনা পজেটিভ শনাক্ত হয়।

এদিকে, সাতকানিয়া উপজেলার ইউএনও নুরে আলম  জানান, বৃহস্পতিবার  রাতে মারা যান এই বৃদ্ধ। পরে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে শনিবারের রিপোর্টে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। খবর পাওয়ার পরপরই উপজেলার পশ্চিম ঢেমশায় তার বাড়িতে এসেছি আমরা। ওই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছিলেন তাদের কোয়েরেন্টিনে পাঠানো হচ্ছে। বাড়ি লকডাউনের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *