সবজির দোকান ফ্রি করে দিলেন ছাত্রলীগ নেতা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষদের জন্য সবজির দোকান ফ্রি করে দিলেন ছাত্রলীগ নেতা বিপ্লব মন্ডল সবুজ। সোমবার (১৩ এপ্রিল) উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত তিনি বিনামূল্যে সবজি বিতরণ করেন। এ সময়ে প্রায় দুই শতাধিক কর্মহীন শ্রমজীবী মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে এক কেজি করে টমেটো, এক কেজি বেগুন, এক কেজি ঢেঁড়স, এক কেজি করলা ও  এক কেজি করে কুমড়ো নিয়ে নেন।

এর আগে বিপ্লব মন্ডল সবুজ তার এলাকার শতাধিক কর্মহীন শ্রমজীবী মানুষদের মাঝে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজসহ বিভিন্ন ধরণের খাদ্যসামগ্রী বিতরণ করেন।.

বিপ্লব মন্ডল সবুজ বলেন, করোনাভাইরাসের কারণে বর্তমানে শ্রমজীবী মানুষদের কোনও কাজ কর্ম নেই। তারা বেকার হয়ে পড়েছে। তাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে। তাই এসব মানুষদের কথা চিন্তা করে আমি আমার সাধ্য মতো সহযোগিতা করে যাচ্ছি। এই উপজেলায় যারা বিত্তশালী আছেন আমি তাদের কর্মহীন শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়ানোর  অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *