গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গার মল্লিকের মাঠ এলাকায়। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার বিকেলে আমাদের কাছে রিপোর্ট আসে। ওই রিপোর্টে স্বামী-স্ত্রী দুইজনকে করোনা (পজেটিভ) আক্রান্ত দেখানো হয়। এরপর সন্ধ্যা ৬টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা নাকিব হাসান তরফদার, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. জসিম উদ্দিন এবং টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম ঘটনাস্থলে ছুটে যান। তারা গিয়ে আক্রান্তের বাড়িসহ আশপাশের ছয়টি বাড়িতে লাল পতাকা টাঙিয়ে লকডাউন করে দিয়েছেন। এখন থেকে লকডাউন হওয়া বাড়িগুলোতে প্রশাসনের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হবে।