আ.লীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল, পদ থেকে অব্যাহতি

আনোয়ারা উপজেলার একটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর তাকে দলের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ইয়াবা সেবনের ছবি ভাইরাল হয়ে দলীয় পদ থেকে অব্যাহতি পাওয়া ওই আওয়ামী লীগ নেতা হলেন আশিষ নাথ। তিনি ৮ নম্বর চাতরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (১৪ এপ্রিল) আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ মালেকের সই করা একটি চিঠিতে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে গঠনতন্ত্রের ৪৭(ঞ) ধারা অনুযায়ী আশিষ নাথকে ৮ নম্বর চাতরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান চৌধুরী  বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে আশিষ নাথকে ৮ নম্বর চাতরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কক্সবাজারের টেকনাফের পর চট্টগ্রামে ইয়াবা প্রবেশের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয় আনোয়ারা। সমুদ্র পথে মিয়ানমার থেকে সরাসরি ইয়াবা এনে আনোয়ারা হয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। র‍্যাব, পুলিশ, কোস্টগার্ডের সদস্যরা ইয়াবার একাধিক চালানও উদ্ধার করে আনোয়ারা এলাকা থেকে।

আওয়ামী লীগ নেতা আশিষ নাথের বিরুদ্ধে ইয়াবা সম্পৃক্ততার অভিযোগ রয়েছে অনেকদিন ধরে। আইনশৃঙ্খলা বাহিনী তাকে নজরদারিতে রেখেছে বলে জানা গেছে।

অভিযুক্ত আশিষ নাথের মোবাইল নম্বরে কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। এসএমএস পাঠিয়েও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *