বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘আমরা ক্যান্ডিডেট ভালো দিয়েছি। নির্বাচনে ইনশাল্লাহ আমরাই জিতবো। সরকারের ক্ষমতায় আওয়ামী লীগ। দেশের জন্য আওয়ামী লীগ সরকারই কাজ করছে। বিএনপিকে ভোট দিয়ে লাভ কী? এই সিটি নির্বাচনের মাধ্যমে আমরা পরিচ্ছন্ন, নিরাপদ ও বসবাস উপযোগী ঢাকা দেখতে চাই।’
বুধবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
নাসিম বলেন, ‘সিটি করপারেশন নির্বাচনে ঢাকাবাসী যে রায় দেবে, সেই রায় আমরা মেনে নেবো। দয়া করে সবাই ভোট কেন্দ্রে ভোট দিতে আসবেন। সিটি নির্বাচন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। আমরা প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না।’
তিনি আরও বলেন, ‘আগামী ৩০ তারিখের নির্বাচন ঢাকাবাসীর জন্য ইলেকট্রিক মেশিনে ভোট হবে। সেখানে অনেক মিডিয়ার ক্যামেরা থাকবে। সেখানে ভোট কারচুপির কোনও প্রশ্নই ওঠে না। নির্বাচনে আমরা ১৪ দল সবাই মিলে কাজ করছি। বিএনপিকে বলবো, আপনারা খেলার আগেই কেন সরে যাচ্ছেন। আমরা কোনও প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না। ঢাকা সিটি করপোরেশন নির্বাচন হবে আওয়ামী লীগের গত এক বছরে জনগণের মূল্যায়নের বছর। ঢাকাবাসী আগামীতে মশক, ডেঙ্গু এবং মাদকমুক্ত পরিচ্ছন্ন ঢাকা দেখতে চায়।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি রফিকুল আলম প্রমুখ।