একদিনের ব্যবধানে জরুরি বৈঠকে বসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় ফের বৈঠক ডেকেছে দলটি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
একদিন পর কেন ফের স্থায়ী কমিটির বৈঠক এমন প্রশ্নের জবাবে দিদার কিছু জানাতে পারেননি।
ধারণা করা হয়েছে, রোববার (২২ ডিসেম্বর) ভিপি নুরের ওপর হামলার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। একইসঙ্গে ৩০ ডিসেম্বর একদাশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে কি ধরণের কর্মসূচি দেওয়া হবে সে বিষয়ে আলোচনা হবে।
এদিকে সোমবার সকাল সাড়ে ১০টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকে বসছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা। সেখান থেকে কর্মসূচি দেওয়ার সম্ভাবনা রয়েছে।