মুক্তিযুদ্ধ কেন হয়েছিল এখন তা প্রশ্নের মুখোমুখি: দুদু

বাংলাদেশে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল আজ তা প্রশ্নের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘এই দেশে মুক্তিযোদ্ধাদের কোনও দাম নাই। তারা আজ উপেক্ষিত।’

রবিবার (১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী প্রজন্ম দলের উদ্যোগে বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেন হয়েছিল আজ তা প্রশ্নের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এ দেশে যে স্বাধীনতা শুরু হয়েছিল, আজ তা থেকে দেশ আজ যোজন যোজন দূরে সরে গেছে। এই দেশে মুক্তিযোদ্ধাদের কোনও দাম নাই। এই দেশে যারা স্বাধীনতা সংগ্রামে ছিল, তারা আজ উপেক্ষিত।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ টাকা থেকে কম দরে চাল খাওয়ানোর কথা বলে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু এখন মোটা চালের দাম ৩০ থেকে ৪০ টাকার কম নয়। এরমধ্যে আবার বিদ্যুৎ এবং পানির দাম বাড়িয়েছে। এই সরকার বলেছিল, ক্ষমতায় আসলে কৃষকের ঘরে ঘরে সার পৌঁছে দেবে। ঘরে ঘরে চাকরি দেবে। আজকে এমন অবস্থা দাঁড়িয়েছে— কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায় না। শ্রমিকরা তাদের ঘামের মূল্য পায় না। ছাত্রাঙ্গনে যারা আছেন, তাদের কোনও নিরাপত্তা নেই। এই দেশের  সব কিছুতে আজ  দখলদারিত্ব বসে আছে। আজকে মানুষের ভোটের অধিকার নাই। নির্বাচনের নামে যা হচ্ছে, তা কল্পনা করা কঠিন।’

বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। যদি গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করতে হয়, তাহলে খালেদা জিয়াকে জেল থেকে বের করে আনতে হবে। আর খালেদা জিয়া জেল থেকে বের হয়ে আসলে দেশের যত অন্যায়, অবিচার, নিষ্ঠুরতা, নারীর অমর্যাদা তার থেকে বেরিয়ে আসার একটি পথ পাওয়া যাবে।’

নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বাঁচার নিশ্চয়তা প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি।

আয়োজক সংগঠনের সভাপতি জনি সরকারের সভাপতিত্বে এবং কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *