গত বছর থেকে বার্সেলোনাতেই আছেন আর্তুরো ভিদাল। কিন্তু এবার নিজের ক্লাবের বিরুদ্ধেই অবৈতনিক বোনাস নিয়ে অভিযোগ দাযের করেছেন চিলিয়ান মিডফিল্ডার। এর আগে ক্যাম্প ন্যুয়ের সাবেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারও কাতালানদের বিরুদ্ধে একই কারণে আদলতে মামলা ঠুকেছিলেন।
ভিদাল বার্সার কাছ থেকে বোনাস বাবদ ২.৪ মিলিয়ন ইউরো দাবি করেছেন।
এবিসি অনুসারে, ভিদাল বোনাস বাবদ ১.৭ মিলিয়ন ইউরো পেয়েছেন। তবে ৩২ বছর বয়সী তারকার বিশ্বাস, গত বছর থেকে বার্সার কাছে তার ৪.১ মিলিয়ন ইউরো বকেয়া আছে।
এদিকে বার্সেলোনা জানিয়েছে, ভিদালের বোনাসের দাবি সঠিক নয়।
এমনও ভাবা হচ্ছে, ভিদালের এই দাবির ফলে তাকে এবং তার প্রতিনিধিকে ক্যাম্প ন্যু ছাড়তে হতে পারে।