বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে এক কিলোমিটারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখার জন্য নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
রোববার (২৯ ডিসেম্বর) গ্রামীণফোন, রবি, টেলিটক এবং বাংলালিংকের প্রধান নির্বাহীদের এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, ‘বর্তমান প্রেক্ষাপটে দেশের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় নেটওয়ার্ক কাভারেজ বন্ধ রাখতে হবে’।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে ওই চিঠিতে জানানো হয়েছে। যোগাযোগ করা হলে বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন খান জানান, দেশের স্বার্থে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সীমান্তের নেটওয়ার্ক কাভারেজ বন্ধের বিষয়টির কারিগরি প্রক্রিয়ার বাস্তবায়ন করেছে বিটিআরসি।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, সরকারের একটি আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, সীমান্তে মোবাইল নেটওয়ার্ক বন্ধের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।