কাব্য সৌরভ (মহেশখালী): কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় এক ভূয়া র্যাব সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মহেশখালী থানা সূত্রে জানানো হয়, ১৯ জানুয়ারি গভীর রাতে উপজেলার হোয়ানক এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ এরশাদ (৩০) বলে জানা যায়। তিনি বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে র্যাবের পোশাক উদ্ধার করা হয়েছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান রোববার রাতে এ ব্যক্তি হোয়ানক ইউনিয়নের পানিরছড়া বাজারের একটি কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনের দোকানে র্যাবের সদস্য এই মর্মে নিজের একটি আইডি কার্ড বানাতে যায়। এর আগে ওই ব্যক্তি আশপাশের এলাকার ছবি তুলতে থাকে। এ সময় তার অসংলগ্ন আচরণ দেখে লোকজন তাকে আটক করে রেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার কাছ থেকে র্যাবের পোশাক উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই ব্যক্তি থানা হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।