সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ বিমানে আসা ৯ যাত্রীকে স্বর্ণের বার ও বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে তারা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন এই তথ্য জানিয়েছেন। গ্রেফতার ৯ জন একটি সংঘবদ্ধ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলেও জানান তিনি।
মাহমুদুল হাসান মামুন বলেন, ‘সংঘবদ্ধ এই চোরাচালান চক্রটির ওপর দীর্ঘদিন নজরদারি করছিল র্যাব। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আসার খবর পাওয়া যায়। এরপর শাহ আমানত বিমানবন্দরের বাইরের চেকপোস্ট থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনটি স্বর্ণের বার, বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, ক্যামেরা ও ড্রোনসহ বিভিন্ন বিদেশি পণ্য উদ্ধার করা হয়েছে।