দুই চিকিৎসকসহ আরও চার জন করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে নতুন করে আরও চার জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে। শুক্রবার (২৭ মার্চ) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, ‘রোগের বিস্তার যত হচ্ছে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। সীমিত আকারে কমিউনিটি ট্রান্সমিশন রয়েছে বলে আমরা মনে করি, তবে এটা ব্যাপকভাবে হয়নি।’

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে চার জন আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে নিশ্চিত করোনা আক্রান্তের সংখ্যা এখন ৪৮। নতুন আক্রান্তরা পুরনো রোগীদের সংস্পর্শে এসেছিলেন। এদের মধ্যে দুই জন চিকিৎসক। দুই জন ঢাকার আর দুই জন ঢাকার বাইরের।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা হচ্ছে। সন্দেহ হলে তাৎক্ষণিক পরীক্ষা করা হচ্ছে।’

ডা. মীরজাদী বলেন, গত ২৪ ঘণ্টায় ফোন কল এসেছে তিন হাজার ৩২১ জনের। আর ১০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আগে শুধু বিদেশিদের পরীক্ষা করা হতো। এখন লক্ষণ উপসর্গ দেখা দিলেও পরীক্ষা করা হচ্ছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১০৬ জনসহ মোট এক হাজার ২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তিনি বলেন, ‘নতুন আক্রান্ত হওয়া চার জনের মধ্যে তিন জন নারী, একজন পুরুষ। বয়স ২০ থেকে ৬০-এর বছর বেশি। তবে চার জনই স্বাভাবিক আছেন, কারও কোনও জটিলতা নেই। এদের মধ্যে তিন জন এর আগে চিহ্নিত হওয়া রোগীর সংস্পর্শে এসেছিলেন, একজন আগে চিহ্নিত একটি ক্লাস্টারভুক্ত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *