করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তির ১০ মিনিটের মধ্যে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই রোগীর বাড়ি লকডাউন করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক জানান, মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। বরিশালে করোনা সংক্রান্ত ঘটনায় এটিই প্রথম কারও বাড়ি লকডাউন করা হয়েছে
শেবাচিমের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, সোমবার বিকেল ৪টা ৫০ মিনিটে ৫০ বছরের পুরুষ রোগীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। শ্বাসকষ্টসহ কিছু লক্ষণ থাকায় তাকে করোনা ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে নেওয়ার ১০ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়।
এছাড়া হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন সাতজন। এরমধ্যে পুরুষ ৬ জন এবং একজন নারী।
এর আগে করোনা সন্দেহে শেবাচিমের করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া ৬ রোগীর নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরীক্ষায় তাদের প্রত্যেকের করোনা নেগিটিভ আসে। তবে, ওই ছয়জনের মধ্যেও একজন মৃত্যুবরণ করেছিলো।