সিদ্ধিরগঞ্জে প্রথমবারের মতো এক শিশুর মধ্যে মিললো করোনা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় ১০ বছর বয়সী একই শিশুর করোনা শনাক্ত হয়েছে। এই প্রথমবারের মতো এ উপজেলায় কারও করোনা শনাক্ত হলো।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা এবং নারায়ণগঞ্জ জেলা করোনা ফোকাল পারসন জাহিদুল ইসলাম।

এ কর্মকর্তা বলেন, আমরা আরও ২দিন আগে উপজেলার মিজমিজি এলাকা থেকে ওই শিশুর নমুনা সংগ্রহ করি। পরে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠাই। আজ সেই রিপোর্ট পেয়েছি। রিপোর্ট পাওয়ার আগে থেকেই আমরা ওই পরিবারের সবাইকে বাড়ির বাইরে যেতে নিষেধ করে দিয়েছি। তাদের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নাই। তবে সবাইকে সচেতন হওয়ার জন্য বলা হচ্ছে। কেউ যেনো বাড়ির বাইরে না যান। সবাই নিজ নিজ বাড়ির ভেতরেই অবস্থান করুন।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, আমরা খবর পাওয়ার পর থেকে ওই বাড়ির সবাইকে কোয়ারেন্টিনে থাকতে বলেছি। কাউকে বাইরে বের হতে নিষেধ করে দিয়েছি। কেউ যেনো ওই বাড়িতে প্রবেশ করতে না পারে সে ব্যপারেও আমরা নজরদারি করছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *