দিনাজপুরের হিলিতে এক ব্যবসায়ীকে আটকে রেখে মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসআই শাহাদৎ হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) দিবাগত রাতে বগুড়া সদর থানা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে রাজশাহীর বাগমারা গ্রামের আকরাম হোসেনের ছেলে। শাহাদৎ বগুড়া-৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এএসআই পদে কর্মরত ছিলেন।
হাকিমপুর থানায় মামলার এজাহারে বাদী তারামন বিবি অভিযোগ করেন, গত ১ মার্চ তার স্বামী আরমান ইসলাম পোনা মাছ সংগ্রহের উদ্দেশ্যে হিলির চকচকা গ্রামে যান। ওই দিন আনুমানিক বিকাল ৫টার দিকে কে বা কারা পরিকল্পিতভাবে তাকে আটক করে বেদম মারধরের পর মুক্তিপণ দাবি করে। পরে বিষয়টি আরমান আলী তার স্ত্রীকে জানান। পরে তার স্ত্রী একটি বিকাশ নম্বরে ১০ হাজার টাকা পাঠালে আরমানকে ছেড়ে দেওয়া হয়।
হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, আরমান আলীর স্ত্রী তারামন বিবি অভিযোগের ভিত্তিতে হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলামসহ একটি দল সোমবার রাতে বগুড়ায় অভিযান চালায়। এসময় যে বিকাশ নম্বরে টাকা নেওয়া হয়েছিল সেই বিকাশ নম্বরের মালিককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে বগুড়া সদর থানা থেকে শাহাদৎ হোসেন নামের একজনকে গ্রেফতার করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, শাহাদৎ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসআই পদে কর্মরত রয়েছেন। পরে তাকে মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে আদালতে পাঠানো হয়। তার সঙ্গে ওই ঘটনায় আরও কয়েকজন পুলিশ সদস্য জড়িত বলে জানা গেছে।