পাইকারি-খুচরায় বাড়লো বিদ্যুতের দাম

পাইকারি ও খুচরা বিদ্যুতের দাম এবং বিদ্যুতের সঞ্চালন মূল্যহার বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের চতুর্থ তলায় বিইআরসি’র অডিটোরিয়ামে বিদ্যুতের নতুন এ দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান মো. আব্দুল জলিল।

বিদ্যুতের পাইকারি দাম গড়ে ৪ দশমিক ৭৭ টাকা/বিদ্যুৎ বিতরণ ব্যয় কিলোওয়াট ঘণ্টা প্রতি (কি.ও.ঘ) বাড়িয়ে শতকরা ৮ দশমিক ৪ ভিত্তি করে ৫ দশমিক ১৭ টাকা করা হয়েছে। খুচরা বিদ্যুতের দাম গড়ে ৬ দশমিক ৭৭ টাকা/কি.ও.ঘ থেকে শতকরা ৫ দশমিক ৩ ভিত্তি করে ৭ দশমিক ১৩ টাকা করা হয়েছে।

এছাড়াও বিদ্যুতের সঞ্চালন মূল্যহার গড়ে ০ দশমিক ২৭৮৭ টাকা/ কি.ও.ঘ শতকরা ৫ দশমিক ৩ শতাংশ বাড়িয়ে ০ দশমিক ২৯৩৪ টাকা করা হয়েছে।

বিদ্যুতের নতুন যে দাম নির্ধারণ করা হয়েছে তা আগামী মাস থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

এ সময় বিইআরসি সদস্য মো. মকবুল ই-ইলাহী চৌধুরী, বজলুর রহমান, মোহাম্মদ আবু ফারুক এবং রহমান মোর্শেদ।

এর আগে গত বছরের ২৮ নভেম্বর থেকে কাওরানবাজারে অবস্থিত বিইআরসি কার্যালয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ (পিডিবি) ছয়টি বিতরণ কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুতের দাম পরিবর্তনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *