বদলগাছীতে সরকারি ১৪ বস্তা চাল জব্দ, আটক ১

নওগাঁর বদলগাছীতে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ভিজিডি  (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) ও খোলা বাজারে বিক্রির জন্য ১০ টাকা কেজি দরের (ওএমএস) ১৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সোহেল রানা নামে অভিযুক্ত একজনকে আটকও করা হয়েছে।

আটক সোহেল বিলাশবাড়ী গ্রামের মৃত আবদুল করিমের ছেলে।

সহকারী কমিশনার নাহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ এপ্রিল) দিনগত রাতে বিলাশবাড়ী গ্রামের সোহেলের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়িতে তল্লাশি করে করোনা প্রভাবে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্দ দেওয়া সরকারি ১৪ বস্তা চাল জব্দ করা হয়। সেসময় অবৈধভাবে চালগুলো রাখার দায়ে সোহেলকে আটক করা হয়।

জব্দ চালগুলো বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে এবং এ বিষয়ে পুলিশকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *