বদলি হচ্ছে ঢাকার ৩৩ থানার ওসি

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল আসছে।

প্রায় ৩৪ হাজার সদস্য ও ৫০টি থানা নিয়ে গঠিত পুলিশের সবচেয়ে বড় একক ইউনিটটিতে বেশির ভাগ থানাতেই একযোগে ওসি পদে নতুন মুখ আসছে।

যাদের বদলি করা হচ্ছে, তারা সবাই ছয় মাসের বেশি সময় ধরে দায়িত্ব পালন করে আসছিলেন।
রোববার (৩ ডিসেম্বর) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ডিএমপির ৩৩ থানার ওসিকে বদলি করা হবে। দু-একদিনের মধ্যেই বদলির আদেশ হতে পারে।

বদলির ফলে নগরীরর আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি।

এ বিষয়ে ডিএমপি জানায়, ৩০ নভেম্বরের নির্বাচন কমিশনের পত্রের আলোকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের অধিক চাকরিকাল সম্পন্ন হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই তাদের অন্যত্র বদলির প্রস্তাব অনুমোদনের জন্য শিগগিরই নির্বাচন কমিশনে পাঠানো হবে।

ছয় মাসের বেশি এক থানায় দায়িত্ব পালন করা ওসিদের বদলি করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০ নভেম্বর এমন এমন নির্দেশনা দিয়েছে ইসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *