করোনাভাইরাসের প্রকোপে বৈশ্বিক দুর্যোগ নেমে এসেছে। অনেক দেশে ভ্রমণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ কারণে এখন চাইলেই যেকোনও দেশে যাওয়া যাচ্ছে না। তাই বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকরা ভিসার মেয়াদ আরও তিন মাস বাড়াতে পারবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন শাখা থেকে এ বিষয়ে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে চিঠি দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মনিরা হক স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানকারী বিদেশিদের ভিসার মেয়াদ আবেদন সাপেক্ষে তিন মাস বাড়ানো যাবে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে উল্লেখ করেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ইতোমধ্যে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করেছে সরকার। বিদেশে অবস্থিত মিশনগুলোকে কোনও বিদেশি নাগরিককে ভিসা না দিতে বলা হয়েছে।