মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের পুরাতন ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস সংঘর্ষে চালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) দুপুর পোনে ২টার দিকে ঢাকাগামী তাজ আনন্দ পরিবহনের সঙ্গে মাওয়াগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন এই ঘটনা নিশ্চিত করেন।
তিনি জানান, আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট সঞ্চয় কুমার বিশ্বাস জানান, আট জন পুরুষ যাত্রী নিয়ে মাওয়া যাচ্ছিলো মাইক্রোবাসটি। পথিমধ্যে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে আনন্দ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালকসহ দুজন। এছাড়া আরও দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং চার জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে বাসের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। মাইক্রোবাস ও বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে বলেও জানান তিনি।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, নিহত দুজনের মধ্যে একজন জাহিদ (৩২) ও অন্যজনের নাম নিশ্চিত নয়, তিনি মাইক্রোবাস চালক। আহতরা হলেন- খসরু (৩৫), রেজুয়ান (৩৪), সামসুল হক বাণ্টি (৩৩), সায়েম (৩২) ও মাহি (৩৫)।