মিরপুরের একটি ভবন লকডাউন

মিরপুর-১-এর উত্তর টোলারবাগের একটি বহুতল ভবন পুরোপুরি কোয়ারেন্টিন করা হয়েছে। ওই বাড়ি থেকে কেউ বের হবেন না, পাশাপাশি ভেতরেও কেউ প্রবেশ করতে পারবেন না বলে কঠোর নির্দেশনাও নজরদারি করা হচ্ছে। বাড়িটিতে কয়েকজন বিদেশফেরত বাসিন্দা অবস্থান করছেন।

শনিবার (২১ মার্চ) ভোর থেকে বাসাটি লকডাউন করে দেওয়া হয়েছে। ভবনে ৩০টি পরিবার বসবাস করে।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান বলেন, বাড়িটিতে কয়েকজন প্রবাসী রয়েছে বলে বাসিন্দারা নিজেরাই ভবনটি লকডাউন করে দিয়েছেন। আমরা কিছু করিনি। বাসিন্দারা নিজেরাই সচেতন হয়ে কাজটি করেছে। আমরা কোনও বাড়ি লকডাউন করার এখতিয়ার রাখি না।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহম্মেদ বলেন, সরকারের নির্দেশনা বাড়ির বাসিন্দারা মেনে চলছেন। আমাদের যদি কোনও সহযোগিতা প্রয়োজন হয় আমরা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *