মৌসুমের সর্বনিম্ন শীত তেঁতুলিয়ায় ৫.১ ডিগ্রি

দেশের উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ে চলতি মৌসুমে ফের দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টায় সর্বনিম্ন এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা একইদিন সকাল ৯টায় কমে ৫ দশমিক ৭ এ নেমে যায়। সারাদেশের ও চলতি শীত মৌসুমের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা এটাই বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

এদিকে শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। হাড় কাপানো ঠাণ্ডা ও ঘন কুয়াশার দাপট উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের হিমালয়কন্যা তেঁতুলিয়ায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে আবারও সর্বনিম্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *