ইশারা পেলে সব সাফ করে দেয়া হবে: বিজেপি নেতা

হরিয়ানার বিজেপি নেতা লীলা রাম গুরজর ভারতকে মোদি-শাহের দেশ উল্লেখ করে বলেছেন, যারা নাগরিকত্ব আইনের বিরোধিতা করছে, ইশারা পেলে তাদের এক ঘণ্টায় সাফ করে দেয়া হবে।

কার ইশারা পেলে তা অবশ্য তিনি মুখে বলেননি।

নাগরিকত্ব ইস্যুতে গোটা ভারত উত্তপ্ত। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও দাবির জায়গা থেকে এক চুলও নড়েনি আন্দোলনকারীরা। সেই চাপের মুখে পড়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহ দুই ধরনের বক্তব্য দেয়া শুরু করেন। অবশেষে তারা জন গণনার নামে বিকল্প পথে নাগরিকত্ব আইন প্রয়োগের পথে হাঁটছেন।

বিজেপি বিধায়ক গুরজর হরিয়ানায় এক সভায় বলেন, ‘যারা এনআরসি কিংবা নাগরিকত্ব আইনের বিরোধিতা করবেন, তাদের এক ঘণ্টার মধ্যে বের করে দেওয়া হবে।’

তিনি বলেন, এটা নেহেরুর ভারত নয়। গান্ধীর ভারতও নয়। এটা মোদি-শাহের ভারত। যদি ইশারা হয়ে যায়, তাহলে এক ঘণ্টায় সাফ করে দেওয়া হবে।’

মুসলিমদের উদ্দেশে তিনি বলেন, ‘যদি মুসলিমরা মনে করেন যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তাদের দেশ ছাড়া করার জন্য, তাহলে তা ভুল। এরকম কিছুই নয়। তবে যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন তাদের যেতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *