রোগী সেজে ভুয়া চিকিৎসক ধরলেন এসিল্যান্ড

টাঙ্গাইলের মির্জাপুরে রোগী সেজে এক ভুয়া চিকিৎসককে ধরলেন সহকারী কমিশনার (ভূমি) মঈনুল হক। শুক্রবার (৩ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার গোড়াই এলাকার ঢাকা হোমিও হল নামক একটি ক্লিনিকে রোগী সেজে তিনি ইব্রাহীম খলিল নামের ওই ভুয়া চিকিৎসককে আটক করেন। অভিযুক্ত খলিল জামালপুর জেলার তারা শেখের ছেলে।

জানা যায়, অন্য চিকিৎসকের প্যাড ও সিল ব্যবহার করে উপজেলার গোড়াইয়ে ঢাকা হোমিও হলে চিকিৎসা দিয়ে আসছিলেন ইব্রাহীম খলিল। শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার মঈনুল হক নিজেই রোগী সেজে সেখানে হাজির হন। এ সময় তিনি ইব্রাহীম খলিলের কাছে তার সনদপত্র দেখতে চান। কিন্তু কথিত চিকিৎসক ইব্রাহীম সনদ দেখাতে ব্যর্থ হন। পরে তাকে আটক করে ৩০ হাজর টাকা জরিমানা ও ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

মঈনুল হক বলেন, ‘ ইব্রাহীম খলিল দীর্ঘদিন প্রতারণা করে আসছিলেন। ভুয়া চিকিৎসক প্রমাণিত হওয়ায় তাকে ৩০হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *