রোহিঙ্গা শিবিরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, আটক ৬

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে অপরাধ প্রবণতা বেড়েছে। এ কারণে মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোর রাতে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে ছয় জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের বিরুদ্ধে অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

উখিয়ার কুতুপালং মধুরছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন জানান, আটকরা দীর্ঘদিন সাধারণ রোহিঙ্গাদের জিম্মি করে সন্ত্রাসী, অপহরণ, চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

আটক রোহিঙ্গারা হলেন- উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের মৌলভী জাহিদ হোসেন (৩৫), একই ক্যাম্পের আবদুর রহিম (৪০), সৈয়দ আলম (১৫), সৈয়দ আমিন (৪৫), হাফেজ রফিক (৩৫) ও হাফেজ হাসেম (৩৬)।

উখিয়া থানার (ওসি) তদন্ত নুরুল ইসলাম জানান, আটক রোহিঙ্গাদের ব্যাপক জিজ্ঞেসাবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *