স্ত্রী হত্যার ৮ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

টাঙ্গাইলের দেলদুয়ারে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা মামলার আট বছর পর স্বামী আশরাফুল ইসলামের (২৭) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২ মার্চ) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ এ তথ্যটি নিশ্চিত করেন।

আশরাফুল দেলদুয়ার উপজেলার গড়াসিন গ্রামের বাসিন্দা।
টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান জানান, ২০১২ সালের ১৮ আগস্ট যৌতুকের জন্য আশরাফুল তার স্ত্রী সালেহা বেগমকে (২৪) পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় পরদিন নিহতের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে আশরাফুলকে আসামি করে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ আশরাফুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠান। সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *