২৪৮ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে ১০টি কারখানায় অভিযান চালিয়ে আট কোটি ৭৭ লাখ ২৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক মূল্য ২৪৮ কোটি ৫০ হাজার টাকা বলে জানিয়েছে মৎস্য অফিস। নৌ-পুলিশ ও মৎস্য অফিসের যৌথ অভিযান শেষে ধলেশ্বরী নদীর তীরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

রবিবার (১ মার্চ) মধ্যরাত থেকে দুর্গাবাড়ি ও মিরেশ্বরাই এলাকায় শুরু হওয়া অভিযান সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় গিয়ে শেষ হয়।

মুন্সীগঞ্জ মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক সুনীল মণ্ডল জানান, ‘১০টি কারখানায় অভিযান চালিয়ে আট কোটি ৭৭ লাখ ২৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যার মূল্য ২৪৮ কোটি ৫০ হাজার টাকা। এছাড়া চার লাখ ২২ হাজার ৬০০ পিস মবিন (কারেন্ট জাল তৈরির সুতার গুচ্ছ) জব্দ করা হয়েছে। তবে কাউকে জরিমানা ও আটক করা যায়নি।’

এসময় উপস্থিত ছিলেন নৌপুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, মুন্সীগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবাহ উল সাবেরিনসহ নৌ পুলিশের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *